cpaarzu.blogspot.com

একটি ইউটিউব চ্যানেলকে ভালো একটা অবস্থানে নেওয়ার জন্য কী কী করা দরকার বলে আপনি মনে করেন?

 

একটি ইউটিউব চ্যানেলকে ভালো একটা অবস্থানে নেওয়ার জন্য কী কী করা দরকার বলে আপনি মনে করেন?

ইউটিউবে মূলত ৩ টা লেবেল আছে।

  1. গেট গোয়িং লেবেল
  1. গেট গুড লেবেল
  1. গেট স্মার্ট লেবেল
  1. ধারাবাহিকতা (সপ্তাহে অন্তত ১ টা ভিডিও আপলোড দিতে হবে)।
  1. টার্গেট জনরা ও অডিয়েন্স নির্ধারণ করতে হবে।
  1. আকর্ষণীয় থাম্বনেইল ও টাইটেল (তবে ভিডিওর সাথে রিলেভেন্ট থাকতে হবে)।
  1. সাউন্ড কোয়ালিটি ভালো হতে হবে।
  1. ডিসক্রিপশন ভালো করে লিখতে হবে।
  1. প্রতিটা ভিডিওর সাথে রিলেভেন্ট কিওয়ার্ড ব্যবহার করতে হবে।
  1. পরিশেষে চ্যানেলটা ভালোভাবে সাজাতে হবে। যাতে আপনার চ্যানেলে এসে সবাই বুঝতে পারে আপনি কী কী বিষয়ের উপর ভিডিও বানাচ্ছেন।

প্রথম লেবেলে ৩০ টা ভিডিও আপলোড দিতে হবে নিয়মিত। প্রথম দিকে কোয়ালিটির চেয়ে কোয়ান্টিটির দিকে নজর দিতে হবে।

২য় লেবেলে মোট ৫০ টা ভিডিও আপলোড দিতে হবে। তখন কোয়ালটি বিশেষ করে থাম্বলেইল, টাইটেল, অডিও কোয়ালিটি, লাইটিং, ডিসস্ক্রিপশন, হালকা ইডিটিং এর দিকে নজর দিতে হবে।

৩য় লেবেল হল গেট স্মার্ট লেবেল। স্মার্ট লেবেলে সর্বমোট ৮০ টা ভিডিও আপলোড দিতে হবে। তখন ইডিটিং, ভিডিও কোয়ালিটি, অডিও, লাইটিং এর দিকে পুরোপুরি মনোযোগ দিতে হবে। কারণ এ সময়ে আপনার চ্যানেলে ১ হাজারের উপর সাবসস্ক্রাইবার হয়ে যাবে।

ইউটিউবে ভালো করতে হলে যে বিষয়গুলোর দিকে নজর দিতে হবে-

যদি আমার চ্যানেলের ডিসক্রিপশন এর একটা ছবি দেই তাহলে আপনাদের একটা ধারণা হবে যে কীভাবে ইউটিউব চ্যানেল সাজাতে হয়।



এখন আমার চ্যানেলে যদি কেউ আসে তাহলে কিন্তু সে বুঝতে পারবে যে আমার চ্যানেল থেকে সে কী কী বিষয় জানতে পারবে বা ভিডিও পাবে।

আমি মূলত পৃথিবীর সেরা সেরা বই, টাইম ম্যানেজমেন্ট, সাইকোলজি, সেলফ ডেভেলপমেন্ট নিয়ে ভিডিও বানাই।

অবশ্যই আপনাকে আপনার ভালোবাসার বিষয় নিয়ে ইউটিউবে ভিডিও বানাতে হবে। আর টাকা পয়সার আশা একদম করা যাবে না। যখন ভালোবাসার বিষয় নিয়ে ইউটিউবিং করবেন তখন তা মন থেকে উপভোগ করতে পারবেন।

ইউটিউব যা বলে তা হল আপনার চ্যানেলে ১ হাজার সাবসক্রাইবার হতে মিনিমাম ১৫ মাস লাগতে পারে।

এইতো এগুলোই হল ইউটিউবে ভালো করার মূলমন্ত্র।

https://www.highrevenuegate.com/vmupyrhw4?key=6df5cbef526d567605e02d6de4e18457

No comments:

email

Search This Blog

Followers